ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নাটোরে জেলা জজশিপের উদ্যোগে শোক দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
নাটোরে জেলা জজশিপের উদ্যোগে শোক দিবস পালন

নাটোর: নাটোরে জেলা জজশিপ, ম্যাজিস্ট্রেসি ও আইনজীবী সমিতির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টায় এ উপলক্ষে জেলা জজ আদালত প্রাঙ্গণে বিজ্ঞ বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারিরা কালো ব্যাজ ধারণ করে একটি শোক র‌্যালি বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিমের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান সিদ্দিকী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হাসানুজ্জামান, পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি রহুল আমিন তালুকদার টগরসহ সিনিয়র আইনজীবীরা।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম।

শেষে বঙ্গবন্ধু, তার পরিবারের সদস্য ও সব শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল এবং তবারক বিতরণ করা হয়।

এছাড়াও স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ ও আদালত প্রাঙ্গণ জামে মসজিদে কোরআনখানি করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।