ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
কালাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (২৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। জাকির ক্ষেতলাল পৌর এলাকার খলিশাগাড়ী মহল্লার মোফা মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশের গেট সংলগ্ন একটি বহুতল ভবনে প্রতিদিনের মতো আজও কাজ করছিলেন জাকির। এসময় অসাবধানতাবশত মেইন লাইনের তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে কালাই-ক্ষেতলাল সংযোগ সড়কের উপর পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকি‍ৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।