ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাসদের উদ্যোগে ময়মনসিংহে শোক দিবস পালন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
জাসদের উদ্যোগে ময়মনসিংহে শোক দিবস পালন জাসদের শোক দিবস পালিত

ময়মনসিংহ: বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ময়মনসিংহ জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।  

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচির সূচনা করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন।  

এ সময় উপস্থিত ছিলেন- মহানগর জাসদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, জেলা জাসদ অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, মো. শামসুল আলম খান, আব্দুর রহমান, আমিনুল ইসলাম, অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান প্রমুখ ।

দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময় ১৭২৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
এমএএএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad