ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাট-বগুড়া মহাসড়কে হাঁটু পানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
জয়পুরহাট-বগুড়া মহাসড়কে হাঁটু পানি জয়পুরহাট-বগুড়া মহাসড়ক। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: উজান থেকে নেমে আসা ঢলে জয়পুরহাটে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বন্যার পানিতে জয়পুরহাট-বগুড়া মহা সড়কের পল্লী বিদ্যুৎ থেকে বানিয়াপাড়া পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকা হাঁটু পানিতে তলিয়ে গেছে। ফলে এই পানি মাড়িয়েই সাবধানে যান চলাচল করছে এ পথে।

এদিকে তুলশীগঙ্গা, ছোট যমুনা ও হারাবতি নদীর পানি বেড়ে যাওয়ায় জয়পুরহাট সদর, পাঁচবিবি, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দি হয়ে পড়ছে এসব এলাকার মানুষ।

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, ৪ দিনের বন্যায় তলিয়ে গেছে প্রায় ৭ হাজার হেক্টর আবাদি জমির রোপা আমনসহ অন্যান্য ফসল। আর ভেসে গেছে দেড় হাজারেরও বেশী পুকুরের মাছ।

জয়পুরহাটের জেলা প্রশাসক মোকাম্মেল হক জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা হাতে পেলেই সরকারিভাবে সহযোগিতা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ