ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় মুক্তিপণের দাবিতে ট্রলারসহ ৮ জেলে অপহরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
পাথরঘাটায় মুক্তিপণের দাবিতে ট্রলারসহ ৮ জেলে অপহরণ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটার সুন্দরবনের বন্দে আলী খাল এলাকায় এফবি আল-আমিন নামে মাছ ধরার একটি ট্রলারসহ আট জেলেকে অপহরণ করেছে দস্যু বাহিনী। এসময় দস্যুরা মোবাইল (০১৫৯১১৫৬৭০৯) থেকে ফোন করে মাথা পিছু দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) ভোরে এ অপহরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জেলেদের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

অপহৃতরা হলেন-এফবি আল-আমিন ট্রলারের মালিক আল-আমিন, কালাম দফাদার ও কালাম মোল্লা। তাদের বাড়ি পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামে। বাকীদের নাম-পরিচয় জানা যায়নি।

মোস্তফা চৌধুরী জানান, সোমবার (১৪ আগস্ট) গভীর রাতে সুন্দরবনের বন্দে আলী খালে জেলেরা ট্রলার নোঙর করে ঘুমিয়ে পড়েন। ভোরে ট্রলারসহ আট জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে যায় দস্যুরা। দস্যুরা রাজু বাহিনী সদস্য বলে জানা গেছে।

তিনি আরও জানান, রাজু বাহিনীর সদস্যরা ভারতের মাছ ধরার একটি ট্রলারে করে এসে ওই জেলেদের অপহরণ করে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।