ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করতোয়া নদীর বাঁধ ভেঙে ১৩ গ্রাম প্লাবিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
করতোয়া নদীর বাঁধ ভেঙে ১৩ গ্রাম প্লাবিত করতোয়া নদীর বাঁধ ভেঙে ১৩ গ্রাম প্লাবিত

গাইবান্ধা: কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে গাইবান্ধার পলাশবাড়ীর করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ১৩ গ্রাম প্লাবিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) কিশোরগাড়ী ইউপির টোংরার দহ এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে এ ভাঙন দেকা দেয়।

সরেজমিন তথ্যানুসন্ধানে জানা গেছে, উপজেলার কিশোরগাড়ী ইউপির বড় শিমুলতলা, তেকানী, প্রজাপাড়া, কেশবপুর, চকবালা, সগুনা, পশ্চিম মির্জাপুর, কাশিয়াবাড়ী, কিশোরগাড়ী, গনকপাড়া, হাসানখোর, জাফর, মুংলিশপুরসহ ১৩ গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে।



এছাড়া রাস্তাঘাট ডুবে যাওয়ার ফলে নৌকা ছাড়া উল্লেখিত গ্রামগুলোর যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। উল্লেখিত গ্রামে আমন ধান ক্ষেত, বীজতলা, শাকসবজির ক্ষেত, পানেরবরজ, আখক্ষেতসহ বিভিন্ন কাঁচা সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। ফলে দিশেহারা হয়ে পড়েছে এলাকার কৃষক ও খেটে খাওয়া সাধারণ মানুষেরা। সেই সঙ্গে দেখা দিয়েছে গো-খাদ্যের সঙ্কট।

এসব এলাকার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান জলাবদ্ধতার কারণে বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad