ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডিতে জনতার ঢল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডিতে জনতার ঢল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন। ছবি: বাংলানিউজ

ধানমন্ডি থেকে: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনে সর্বস্তরের জনতার ঢল নেমেছে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে। সেখানে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নানা শ্রেণী-পেশার মানুষ। পুরো ৩২ নম্বর এলাকা হয়ে উঠেছে লোকে লোকারণ্য।

বঙ্গবন্ধুর ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রথমে মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাদের শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার ও ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।

এরপর শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।                                          ছবি: পিআইডিতারপর দলের শীর্ষ নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।  

সেখান থেকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনে গেলে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট ও শরিক দলগুলো জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।

এরপর প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে ধানমন্ডি ছেড়ে গেলে হাজারো মানুষের ঢল নামে ৩২ নম্বরে।

আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ ক্ষমতাসীন দলের বিভিন্ন সহযোগী সংগঠন ও বিভিন্ন ইউনিট শ্রদ্ধা জানাতে থাকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। শ্রদ্ধা জানায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, বিভিন্ন সামাজিক ও সহযোগী সংগঠনও।

ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ, ৩২ নম্বর রোড, রাসেল স্কয়ার, রাসেল স্কয়ার থেকে কলা বাগান পর্যন্ত পুরো এলাকা হয়ে ওঠে লোকে লোকারণ্য।

শ্রদ্ধা জানাতে আসা মানুষের চোখে-মুখে ছিল স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় এবং পঁচাত্তরের ১৫ আগস্টের কালরাতের পলাতক ঘাতকদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
এসকে/এমইউএম/এইচএ/

** বঙ্গবন্ধু-প্রতিকৃতিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
** ১৫ আগস্টের নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
** বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

** যে পথে ঘাতকের ট্যাংক সে পথে আলোর মিছিল
** ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ