ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কলাবাগানে জঙ্গি আস্তানায় বোমা বিস্ফোরণ, অভিযান শুরু

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
কলাবাগানে জঙ্গি আস্তানায় বোমা বিস্ফোরণ, অভিযান শুরু জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে আহত এক পুলিশ সদস্যকে বের করে আনছে ফায়ার সার্ভিস কর্মীরা; ছবি- বাদল

ঢাকা: কলাবাগানের হোটেল ‘ওলিও ইন্টারন্যাশনাল’ হোটেলের চারতলায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াট টিম। এ সময় সেখান থেকে বিকট শব্দের বিস্ফোরণের আওয়াজের পাশাপাশি ব্যাপক গোলাগুলির আওয়াজ শোনা যায়।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল পৌনে দশটার দিকে হোটেলে অভিযান শুরু হয়। অভিযান শুরুর পরপরই সেখান থেকে আহত অবস্থায় একজনকে বের করে আনতে দেখা যায়।

আহত ব্যক্তি অভিযানে অংশ নেয়া সাদা পোশাকের পুলিশ সদস্য বলে বাংলানিউজকে নিশ্চিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র।

এর আগে মঙ্গলবার ভোর থেকে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের পাশে অবস্থিত ‘ওলিও ইন্টারন্যাশনাল’ নামে আবাসিক হোটেল ভবন জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  

অভিযান শুরুর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযান শুরু আগে ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান

এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহিল কাফি বলেন, হোটেল ওলিওকে ভোর সাড়ে ৩টা থেকে ঘিরে রাখা হয়েছে। স্কয়ার হাসপাতালের সামনে থেকে ধানমন্ডি পর্যন্ত রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হক বলেন, ভবনের ভেতরে জঙ্গিরা নাশকতার সরঞ্জাম নিয়ে অবস্থান করছে। তবে ভেতরে কয়জন আছে এ ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য আমরা পাইনি।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
এসজেএ/এজেডএস/পিএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।