ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধানীতে জঙ্গি আস্তানা সন্দেহে আবাসিক হোটেল ঘেরাও

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
রাজধানীতে জঙ্গি আস্তানা সন্দেহে আবাসিক হোটেল ঘেরাও ঘটনাস্থলে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা-ভিডিও-দীপু মালাকার

ঢাকা: রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের পাশে  ‘ওলিও ইন্টারন্যাশনাল নামে’ একটি আবাসিক হোটেল ভবন জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৩টা থেকে স্কয়ার হাসপাতালের উল্টো দিকের হোটেল ভবনটি ঘিরে রাখা হয়েছে।

ঘটনাস্থলে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।                     <div class=

ছবি: দীপু" src="http://cdn.banglanews24.com/media/imgAll/2016October/bg/Militant-120170815081205.jpg" style="width:100%" />

ঘটনাস্থলে সোয়াট, কাউন্টার টেরিরিজম ইউনিট ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা অবস্থান নিয়েছেন। সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এ কথা জানান।  তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন।

ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছেন।

 ঘটনাস্থলে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা-ছবি-দীপু মালাকার

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহিল কাফি বলেন, হোটেল ওলিও ভোর সাড়ে ৩টা থেকে জঙ্গি সন্দেহে ঘিরে রাখা হয়েছে। স্কয়ার হাসপাতালের সামনে থেকে ধানমন্ডি পর্যন্ত রাস্তা পুলিশ ঘিরে রেখেছে।

ঘটনাস্থলে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা-ছবি-দীপু মালাকার

কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হক বলেন, ভবনের ভেতরে জঙ্গিরা নাশকতার সরঞ্জাম নিয়ে অবস্থান করছে। তবে ভেতরে কয়জন আছে এ ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য আমরা পাইনি।

বাংলাদেশ সময়: ০৭১৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
এমইউএম/পিএম/এইচএ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।