ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে মাতামুহুরী নদীতে শিশু নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
বান্দরবানে মাতামুহুরী নদীতে শিশু নিখোঁজ

বান্দরবান: বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদীতে মো. আশফার উদ্দীন (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। 

সোমবার (১৪ আগস্ট) দু্পুরে উপজেলার নয়াপাড়া মাতামুহুরী ব্রিজ সংলগ্ন ঘাটে গোসল করতে নেমে ডুবে যায় সে।  

স্থানীয়রা জানান, দুপুরে নদীর ঘাটে গোসল করতে যায় আশরাফ।

গোসলের এক পর্যায়ে পানির স্রোতে ভেসে যায় শিশুটি। বিকেল পর্যন্ত আশরাফ ঘরে ফিরে না যাওয়ায় বিষয়টি জানাজানি হয়। এসময় পুলিশ ও স্থানীয় জেলেরা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পায়নি।  

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বাংলানিউজকে জানান, শিশুটিকে উদ্ধারে পুলিশ ও স্থানীয় জেলেরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ০৪৫২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
এমএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।