ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে বন্যাদুর্গত ৫শ’ পরিবারের জন্য ত্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
দিনাজপুরে বন্যাদুর্গত ৫শ’ পরিবারের জন্য ত্রাণ ঢাকা থেকে আসা ত্রাণ সামগ্রী নামানো হচ্ছে গাড়ি থেকে। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরে বন্যাদুর্গত ৫শ’ পরিবারের জন্য ত্রাণের শুকনো খাবার ও অন্যান্য সামগ্রী এসেছে। দুর্গতদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা হিসেবে ত্রাণ মন্ত্রণালয়ে ৫০ লাখ টাকা ও ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ চেয়ে চিঠি দেওয়ার পর এ সামগ্রী এলো।

সোমবার (১৪ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এসব ত্রাণের মালামাল পৌঁছে। বাংলাদেশ ত্রাণ অধিদপ্তর থেকে এই সামগ্রী পাঠানো হয়েছে।

জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, বরাদ্দ হিসেবে আসা শুকনো খাবারসহ অন্যান্য ত্রাণ ৫শ’ পরিবারের মাঝে বিতরণ করা হবে। প্রত্যেক পরিবারকে দেওয়া হবে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল, সয়াবিন তেল ১ লিটার, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, মুড়ি ৫০০ গ্রাম, চিড়া ১ কেজি, মোমবাতি ও দিয়াশলাই ১২ পিস করে।

তিনি জানান, যতদিন মানুষ পানিবন্দি হয়ে থাকবে ততদিন পর্যায়ক্রমে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।  

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, ১৫ আগস্ট, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।