ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুরান ঢাকায় হেলে পড়েছে ২ টিনশেড ঘর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
পুরান ঢাকায় হেলে পড়েছে ২ টিনশেড ঘর ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: পুরান ঢাকার শাঁখারী বাজার এলাকায় দু’টি টিনশেড ঘর হেলে পড়েছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ওই ঘর দু’টির বাসিন্দাদের সরে যেতে বলেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

সোমবার (১৪ আগস্ট) রাতে শাঁখারী বাজারের ১৩ নম্বর হোল্ডিংয়ের ঘর দু’টি হেলে পড়ে। রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নিকটস্থ সদরঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের ওই স্টেশনের কর্মকর্তা বেলাল আহমেদ বাংলানিউজকে জানান, শাঁখারী বাজারের ১৪ নম্বর হোল্ডিংয়ের জায়গায় একটি বহুতল ভবনের নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে। ওই ভবনের জন্য গর্ত খোঁড়ার কারণে পাশের ১৩ নম্বর টিনশেড বাসার দু’টি পুরনো ঘর আংশিক হেলে পড়েছে বলে মনে করা হচ্ছে।  

তিনি জানান,  ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে ঘর দু’টি ধসে পড়ার ঝুঁকি থাকায় বাসিন্দাদের সরে যেতে বলেন। পুলিশও ঘটনাস্থলে গিয়ে সবাইকে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।