ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বিদুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
ঠাকুরগাঁওয়ে বিদুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রী নিহত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার গড়েয়া ইউনিয়ের মিলনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্বামী খোকন মিয়া  (৩৭) ও স্ত্রী শিল্পী খাতুন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় রান্না ঘরের পেছনে লাইটের সুইচ দিতে গিয়ে প্রথমে শিল্পী বিদুৎস্পৃষ্ট হয়।

পরে তাকে বাঁচাতে গিয়ে খোকন বিদ্যুতের তারে জড়িয়ে তিনিও বিদুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক ভাবে পরিবারের অন্য সদস্যরা তাদের দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad