ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মধুপুরে সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
মধুপুরে সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ মধুপুরে সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদ-সখিপুর সড়কের নেদুর বাজার এলাকার বেহাল একটি সড়কের কারণে এলাকাবাসীর দুর্ভোগ চরমে উঠেছে।

এ দুর্ভোগের প্রতিকারের জন্য সোমবার (১৪ আগস্ট) বিকেলে ওই এলাকার জনগণ ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন।

স্থানীয়রা জানান, মহিষমারা ইউনিয়নের নেদুর বাজার এলাকার পাশেই ‘স্বদেশ’ নামে একটি মুরগির ফার্ম গড়ে উঠে ৫/৭ বছর আগে।

এ ফার্মের ভারি যানবাহন চলাচলের কারণে কাকরাইদ-সখিপুর সড়কটি নষ্ট হয়ে গেছে। এর প্রতিবাদ জানাতে এলাকাবাসী ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরমান আলী বাংলানিউজকে জানান, এলাকার এ আন্দোলন অনেকদিনের। আন্দোলনের মুখে ফার্ম কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিতে প্রতিশ্রুতি দিয়েছে।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।