ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বুড়িচংয়ে স্রোতে তলিয়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
বুড়িচংয়ে স্রোতে তলিয়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার 

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় পাহাড়ি ঢলের স্রোতে তলিয়ে যাওয়া শিশু সাদিয়া আক্তারের (৬) ক্ষত-বিক্ষত মরদেহ ৩ দিন পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার সীমান্তবর্তী নবীয়াবাদ এলাকার বিলে শিশুটির মরদেহ ভেসে উঠে।  

নিহত সাদিয়া উপজেলার রাজাপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার নবীয়াবাদ গ্রামের মাসুক মিয়ার মেয়ে।

সে স্থানীয় ধারেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, গত ১২ আগস্ট ভারী বর্ষণের সময় পাহাড়ি ঢলের প্রচন্ড স্রোতে বাক প্রতিবন্ধী মা শাহিন আক্তারের সঙ্গে মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যায় সাদিয়া। পরে খবর পেয়ে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে ৩ দিনেও তার সন্ধান পায়নি। দুপুরে বাড়ি থেকে কিছুটা অদূরে সাদিয়ার ক্ষত-বিক্ষত মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে তাকে কবরস্থানে দাফন করা হয়।

রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তাফা বাংলানিউজকে জানান, দুপুরে ওই বাড়িতে গিয়ে দেখি উদ্ধার হওয়া শিশুর মরদেহ দাফন করা হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad