ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মেঘনার মোহনায় ২ জেলে ট্রলার ছিনিয়ে নিলো জলদস্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
মেঘনার মোহনায় ২ জেলে ট্রলার ছিনিয়ে নিলো জলদস্যু ফাইল ফটো

ভোলা: ভোলার মনপুরায় মেঘনা মোহনার অদূরে ইলিশ ধরার সময় দুই জেলে ট্রলারে হামলা চালিয়েছে জলদস্যুরা। এ সময় দস্যুরা ট্রলার দুটি ছিনতাই করে নিয়ে যায়। সোমবার ভোর রাতে জংলারখালের পূর্বপাশে বদনার চর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাই হওয়া ট্রলারের মাঝিরা হলেন- সিরাজ মাঝি ও বেলাল মাঝি। তাদের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নে।

এই দুই জেলে ট্রলারের আড়তদার হলেন- নাছির কেরানী ও মতিন মাতব্বর।

আড়তদার নাছির কেরানী এবং ছিনতাই হওয়া ট্রলারের মাঝি সিরাজ ও বেলাল জলদস্যুর হামলার ঘটনা নিশ্চিত করেন।

সিরাজ মাঝি ও বেলাল মাঝি জানান,  ভোরে বদনার চর সংলগ্ন মেঘনায় মাছ শিকারের সময় মহিউদ্দিন বাহিনীর জলদস্যুদের তিনটি ট্রলার দেশি অস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে বেলাল মাঝির মাছ ধরার ট্রলারে হামলা চালায়। পরে সিরাজ মাঝির ট্রলারে হামলা চালায়। ওই সময় জলদস্যুরা ট্রলারে থাকা অপর জেলেদের মারধর করে। পরে জলদস্যুরা দুই ট্রলারে থাকা সব জেলেকে বদনারচরে নামিয়ে দিয়ে ট্রলারসহ মাছ, জাল ও ইঞ্জিন ছিনতাই করে নিয়ে যায়।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান জানান, দুই ট্রলার লুট হওয়ার ঘটনা শুনেছি। ট্রলার দুটি উদ্ধারে স্থানীয় জনতাসহ পুলিশের একটি টিম নদীতে অভিযান পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।