ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
ফেনীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

ফেনী: ফেনীতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।  

সোমবার (১৪ আগস্ট) সকালে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ক্লাবের  উদ্যোগে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের আবুপুরে বন্যা দুর্গত পাঁচশত পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।  

ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, লবন, তেল, চিনি ও খাবার স্যালাইন।

এছাড়া বন্যার্তদের মাঝে একটি করে গাছের চারা দেওয়া হয়।  

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল এর গ্লেবাল মেম্বারশিপ এরিয়া টিম লিডার (জিএমটি) সিএসিক্স স্বদেশ রঞ্জন সাহা, লেডি গভর্ণর লায়ন নাঈমা ফেরদৌসী, ফাষ্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন আশফাকুর রহমান এমজেএফ, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মোবারক হোসেন 

এদিকে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল ড্রিস্ট্রিক্ট ৩১৫বি২ বাংলাদেশ এর গভর্ণর লায়ন কাজী সাইফুল ইসলাম সোহেল এমজেএফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, টিফিন বক্স ও গাছের চারা তোলে দেন।  

এসময় স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কালম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর নবী উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এসএইচডি/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ