ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে বন্যা পরিস্থিতির অবনতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
জয়পুরহাটে বন্যা পরিস্থিতির অবনতি জয়পুরহাটে বন্যা পরিস্থিতির অবনতি, নতুন এলাকা প্লাবিত

জয়পুরহাট: উজান থেকে নেমে আসা ঢলে জয়পুরহাটের তুলশীগঙ্গা ও ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এদিকে তুলশীগঙ্গা নদীর কালিতলা এলাকায় রোববার রাতে বাঁধ ভেঙে যাওয়ায় এবং গুয়াবাড়ীঘাট এলাকায় বাঁধ ডুবে যাওয়ায় বন্যার পানি ঢুকে পড়েছে নতুন নতুন গ্রামে।

এসব গ্রামগুলোর মধ্যে রয়েছে সদর উপজেলার পলিকাদোয়া, কয়রাপাড়া, ঘোনাপাড়া, বটতলী, বানিয়াপাড়া ও ধারকী।

তবে সকাল থেকে ভাঙা বাঁধ মেরামতের  উদ্যোগ নেয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকাবাসী। পরে দুপুর থেকে জয়পুরহাট পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে বাঁধটি মেরামত করা হয়।    

তুলশীগঙ্গা নদীর কালিতলা বাঁধ ভেঙে যাওয়ার পর মেরামত করা হয়জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, বন্যার পানিতে ইতোমধ্যেই তলিয়ে গেছে প্রায় ৬ হাজার হেক্টর জমির রোপা আমনসহ অন্যান্য ফসল। ভেসে গেছে প্রায় ১ হাজার পুকুরের মাছ।

এ বিষয়ে দুপুরে জয়পুরহাটের জেলা প্রশাসক মোকাম্মেল হক জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা পেলেই সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।