ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পার্বতীপুরে বন্যার পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
পার্বতীপুরে বন্যার পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে বন্যার পানিতে ডুবে মিতু (১১) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৪ আগস্ট) বিকেল ৩টার দিকে পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বালাপাড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বালাপাড়া সরদারের ডাঙ্গা গ্রামের মাহমুদুর রহমানের মেয়ে মিতু পাশের চকবোয়ালিয়া মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে মিতু তার মা কুলসুমের হাত ধরে বালাপাড়া ব্রিজের পাশ দিয়ে প্রতিবেশীর বাড়ি যাচ্ছিল। এ সময় মায়ের হাত ফসকে পানিতে পড়ে ভেসে যায় সে। অনেক চেষ্টার পর বিকেলে তার মৃতদেহ খুঁজে পায় স্থানীয় জনগণ।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।