ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শান্তি কামনায় রাজধানীতে জন্মাষ্টমীর বর্ণাঢ্য র‌্যালি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
শান্তি কামনায় রাজধানীতে জন্মাষ্টমীর বর্ণাঢ্য র‌্যালি  রাজধানীতে জন্মাষ্টমীর র‌্যালি- ছবি: শাকিল

ঢাকা: 'দুষ্টের দমন আর সৃষ্টের পালন' শ্রী কৃষ্ণের এই বাণীকে সামনে নিয়ে বিশ্বশান্তি কামনায় জন্মাষ্টমীতে বর্নাঢ্য র‌্যালি বের হয়েছে রাজধানীতে।

এতে অংশ নিতে কৃষ্ণ ভক্তরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ট্রাক, মিনিট্রাক, পিকআপ নিয়ে পলাশী মোড়ে জড়ো হন। দেখতে দেখতে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকাটি।

 

ভক্তরা কৃষ্ণের রথ, রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, হাতে ছুরি নিয়ে কংস ও কৃষ্ণের জীবনের নানা অংশের আদলে সেজে সব বয়সী মানুষ র‌্যালিতে অংশ নেন। সুসজ্জিত চারটি হাতি, ঘোড়ার গাড়ি, ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্রও র‌্যালি দেখা যায়। ভক্তরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলে নাম জবতে থাকেন।
রাজধানীতে জন্মাষ্টমীর র‌্যালি উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা- ছবি: শাকিল

সোমবার (১৪ আগস্ট) পলাশী মোড়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন।  

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সংসদ সদস্য হাজী সেলিম, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ।

কেন্দ্রীয় জন্মাষ্টমী র‌্যালির আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এমসি/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।