ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উপাসনালয় তৈরির আশ্বাস বেরোবি উপাচার্যের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
উপাসনালয় তৈরির আশ্বাস বেরোবি উপাচার্যের

বেরোবি, রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সনাতন ধর্মাবলম্বীদের জন্য উপাসনালয় তৈরির আশ্বাস দিয়েছেন উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ। 

সোমবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন।

তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় হবে জাতি-ধর্ম নির্বিশেষে।

বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি উপাসনালয় প্রতিষ্ঠা করা হবে।

শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে বেরোবি’র র‌্যালি-ছবি-বাংলানিউজমঙ্গল শোভযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, সহকারী প্রক্টর শফিক আশরাফ, ছাত্র নির্দেশনা ও পরামর্শ দফতরের পরিচালক নজরুল ইসলাম, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখ, বেরোবি সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক মিঠুন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।