ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুন্দরবনে ১০ জেলে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
সুন্দরবনে ১০ জেলে অপহরণ

বাগেরহাট: বাগেরহাটের পূর্ব সুন্দরবনে মুক্তিপণের দাবিতে কমপক্ষে ১০ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। 

রোববার (১৩ আগস্ট) ভোর থেকে সোমবার (১৪ আগস্ট) ভোর পর্যন্ত সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বল বুনিয়া, বগার খাল ও কলামূলা এলাকায় বনদস্যু অহিদ বাহিনী, সুমন বাহীনী ও ভাই ভাই বাহিনী একটি নৌকাসহ জেলেদের অপহরণ করে।  

দস্যুরা মোবাইল ফোনে জেলেদের স্বজনদের জানায়, সাতদিনের মধ্যে জনপ্রতি এক লাখ টাকা করে চাঁদা না দিলে অপহৃতদের হত্যা করা হবে।

অপহৃতদের মধ্যে ছয়জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- শরণখোলা উপজেলার পশ্চিম, উত্তর ও দক্ষিণ রাজাপুর এলাকার ইছা বয়াতী (২১), টিপু হাওলাদার (১৯), হাসান মিয়া (১৮), রহিম হাওলাদার (১৭), আসাদুল (২৫) ও লাল মিয়া (৩৭)। মহাজনরা এ তথ্য জানিয়েছেন।

সুন্দরবনের ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান জানান, জিম্মিদের উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।