ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ষোড়শ সংশোধনীর রায়ে সংসদ অবমাননা করা হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
ষোড়শ সংশোধনীর রায়ে সংসদ অবমাননা করা হয়েছে

মাদারীপুর: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ষোড়শ সংশোধনীর রায়ে এদেশের সংসদ অবমাননা করা হয়েছে। এ রায়ে ১৬ কোটি বাঙালিকেও অপমান করা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে দুঃস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিয়েই এদেশে বাস করতে হবে।

এদেশে বাস করবেন আর বঙ্গবন্ধুকে স্বীকার করবেন না, এটা শুধুমাত্র ভাওতা দেয়ার সামিল।

এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।