ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে ধর্ষণের চেষ্টা, ভুক্তভোগী পরিবারকে হুমকি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
সাভারে ধর্ষণের চেষ্টা, ভুক্তভোগী পরিবারকে হুমকি

সাভার (ঢাকা): সাভারে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় থানায় মামলা দায়ের পর আসামিরা প্রকাশ্যে ভুক্তভোগীর পরিবারকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১২ আগস্ট) সাভারের হেমায়েতপুর পূর্বহাটি গ্রামে নিজ ভাড়া বাড়িতে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে বাড়িওয়ালার বখাটে ছেলে স্বপন (৩০)। এ সময় সে ধর্ষণে ব্যর্থ হয়ে ওই গৃহবধূর পা গরম পানি দিয়ে ঝলসে দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় গৃহবধূর বাবা আফজাল শেখ বাড়িওয়াল তিন বখাটে ছেলে স্বপন, রিপন ও খোকনকে আসাসি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ খোকন নামের একজনকে আটক করে।

মামলা দায়ের করার পরে গৃহবধূর পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছেন আসামি স্বপন। এ ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বিধায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা।

এ বিষয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমাস বাংলানিউজকে বলেন, ওই গৃহবধূর পরিবারকে হুমকি দিয়েছে বলে জানতে পেরেছি।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে বাংলানিউজকে জানিয়েছেন, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।