ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটুরিয়া ঘাটে জিপ নদীতে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
পাটুরিয়া ঘাটে জিপ নদীতে পাটুরিয়া ঘাটে টয়োটা ল্যান্ডক্রুজার প্রাডো গাড়ি নদীতে। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জে পদ্মা নদীর পাটুরিয়া ঘাটে অল্পের জন্য বেঁচে গেলেন টয়োটার ল্যান্ডক্রুজার প্রাডো গাড়ির ৪ যাত্রী।

সোমবার (১৪ আগস্ট) সকালে পাটুরিয়া ৩ নম্বর ফেরি ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

গাড়িটির চালক আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, ফেরি পার হওয়ার উদ্দেশে গাড়িটি ৩ নম্বর পন্টুনে রেখে টিকিট কাটার জন্য কাউন্টারে যাই।

এসময় পন্টুনের ঝাকুনিতে গাড়িটি পেছন দিকে গড়িয়ে নদীতে পড়ে যায়। তবে গাড়ির যাত্রীরা আগেই নেমে যায়। পাটুরিয়া ঘাটে গাড়ি নদীতে।  ছবি: বাংলানিউজ
তিনি আরও জানান, ঢাকা থেকে ল্যান্ডক্রুজারের প্রাডো গাড়িতে ৪ জন যাত্রী নিয়ে ফরিদপুর যাচ্ছিলেন তিনি।

পাটুরিয়া নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়িটি পন্টুনে উপর রাখা ছিল। এ সময় পন্টুনের ঝাকুনিতে গাড়িটির অর্ধেক অংশ পানিতে পড়ে যায় বাকী অংশ পন্টুনের সঙ্গে আটকে থাকে।
পাটুরিয়া ঘাটে গাড়ি নদীতে।  ছবি: বাংলানিউজ
তবে গাড়িটির ভেতরে থাকা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) রেকার দিয়ে গাড়িটি উঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।