ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরের আশ্রয় কেন্দ্রগুলোতে হাজারো বানভাসি মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
সৈয়দপুরের আশ্রয় কেন্দ্রগুলোতে হাজারো বানভাসি মানুষ সৈয়দপুরের আশ্রয় কেন্দ্রগুলোতে হাজারো বানভাসি মানুষ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের আশ্রয় কেন্দ্রগুলোতে হাজারো বানভাসি মানুষ ঠাঁই নিয়েছেন।

উপজেলার কাশিরাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বাংলানিউজকে জানান, এ ইউনিয়নে বন্যা কবলিত মানুষদের চারটি আশ্রয় কেন্দ্রে ঠাঁই দেওয়া হয়েছে।

এগুলো হচ্ছে- হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ, আল-হুদা কিন্ডার গার্টেন স্কুল, তিনপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, চওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মঙ্গলবার (১৫ ‍আগস্ট) সকাল থেকে এসব পরিবারের মধ্যে খাবারের ব্যবস্থা করা হবে।

এদিকে, সৈয়দপুর পৌরসভার ১১নং ওয়ার্ডে সৈয়দপুর কলেজে বন্যার্তদের আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন দুই শতাধিক মানুষ।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বজলুর রশীদ বাংলানিউজকে জানান, যেখানে প্রয়োজন সেখানে আশ্রয় কেন্দ্র খোলা হবে। সরকারিভাবে তাদের জন্য ত্রাণের ব্যবস্থাও করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।