ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাবা শরীফে ফুলবাড়ীর হাজির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
কাবা শরীফে ফুলবাড়ীর হাজির মৃত্যু কাবা শরীফের ফাইল ফটো

কুড়িগ্রাম: সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালনরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুক্তিযোদ্ধা আব্দুছ ছোবহান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৪ আগস্ট) বাদ জোহর ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে মরহুমের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। তিনি উপজেলার চন্দ্রখানা মুছল্লিপাড়া গ্রামের মৃত আব্দুল মামুদের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১২ আগস্ট) মক্কায় পৌঁছানোর পর সৌদি সময় বেলা ১১টায় কাবা শরীফ তাওয়াফরত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুছ ছোবহান।

নিহতের জামাতা রাফিউল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার (১৩ আগস্ট) ফজরের নামাজের পর কাবা শরীফে নামাজে জানাজা শেষে তাকে ওইখানে দাফন করা হয়েছে।

আব্দুছ ছোবহানের মৃত্যু ও মক্কায় দাফনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন তারই সফরসঙ্গী ফুলবাড়ী উপজেলার সাবেক আনসার ভিডিপি কমান্ডার মুক্তিযোদ্ধা জহুরুল হক।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।