ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

'ইমো'তে নারীদের তথ্য ফাঁস করায় দুই প্রতারক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
'ইমো'তে নারীদের তথ্য ফাঁস করায় দুই প্রতারক আটক

ঢাকা: সামাজিক যোগাযোগ অ্যাপস 'ইমো' র মাধ্যমে নারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করার দায়ে দুই প্রতারককে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) সদস্যরা।

আটককৃতরা হলেন আলামিন শেখ ও সাহদাত হোসেন। তাদের কাছ থেকে শতাধিক নারীর ব্যক্তিগত ছবি উদ্ধার।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলানিউজকে জানান, রোববার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল এলাকায় ও গোপালগঞ্জে অভিযান চালিয়ে দুই প্রতারককে আটক করা হয়। তারা ইমো অ্যাপস ব্যবহার করে নারীদের ছবি সংগ্রহ এবং ব্যক্তিগত তথ্য ফাঁস করার কাজ করতেন।

এ বিষয়ে বিকেল ৩টার দিকে কারওয়ান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এসজেএ/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।