ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে কিছু সত্য বেরিয়ে এসেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে কিছু সত্য বেরিয়ে এসেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের ফলে আওয়ামী লীগের সরকারে থাকার যে বৈধতা নেই, তা প্রতিষ্ঠিত হয়েছে। এই রায়ের পর্যবেক্ষণের মধ্যে এমন কিছু বেরিয়ে এসেছে যা ধ্রুবতারার মতো সত্য। 

তাই এটা তারা মেনে নিতে পারছে না। তারা নিজেদের একদলীয় চিন্তাভাবনা ও মানসিকতা প্রতিষ্ঠিত করার জন্য এখন চিৎকার শুরু করেছে, মন্তব্য ফখরুলের।

 

সোমবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় ঠাকুরগাঁওয়ের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

বন্যার্তদের জন্য সরকারিভাবে তেমন ত্রাণ তৎপরতা নেই উল্লেখ করে সরকারের প্রতি ত্রাণ তৎপরতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল এদিন ঠাকুরগাঁও পৌর এলাকার শিল্পকলা একাডেমি, মুন্সিপাড়া, রিভারভিউ উচ্চ বিদ্যালয়, সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়, শান্তিনগর ও বাদুপাড়াসহ বেশ কিছু কেন্দ্রে আশ্রয় নেয়া বন্যার্তদের মধ্যে বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, পৌর মেয়র মির্জা ফয়সাল আমীন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।