ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাস্তা ভেঙে আত্রাই-সিংড়া সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
রাস্তা ভেঙে আত্রাই-সিংড়া সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন রাস্তা ভেঙে আত্রাই-সিংড়া সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

নওগাঁ: অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির চাপে নওগাঁর আত্রাই উপজেলার মালিপকুর এলাকায় রাস্তা ভেঙে যাওয়ায় আত্রাই-সিংড়া সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার (১৪ ‍আগস্ট) ভোর থেকে ওই সড়ক দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে করে উপজেলার মালিপকুর, জগদাশ, গুড়নই, শিকারপুর, মধুগুড়নই, সাহেবগঞ্জ, খঞ্জর, জয়সাড়া, নবাবের তাম্বু, পবনডাঙ্গা, বিপ্রবোয়ালিয়া, ক্ষুদ্রবোয়ালিয়া, বাকিঅলমাসহ আশপাশের এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ‌এনও) মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তারা দ্রুত রাস্তা মেরামতের ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

কয়েকদিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির চাপে আত্রাই নদীর পানি বেড়ে বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ‍আগস্ট ১৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।