ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুড়িগ্রামে পানিতে ডুবে ও সাপের কামড়ে নিহত ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
কুড়িগ্রামে পানিতে ডুবে ও সাপের কামড়ে নিহত ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে ও সাপের কামড়ে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কুড়িগ্রামে বন্যায় নিহতের সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে তিনজন। 

সোমবার (১৪ আগস্ট) কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ী উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-ফুলবাড়ী উপজেলার দেড়বছরের শিশু বাবু, লূৎফর রহমান (৩৫), হজরত আলী (৫৫), জোৎস্না বেগম (২৫)।

 

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ফুলবাড়ীতে তিনজন পানিতে ডুবে মারা গেছেন। আর সদর উপজেলার হলোখানা ইউনিয়নে সাপের কামড়ে মারা গেছে এক নারী।  


বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।