ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে জন্মাষ্টমী উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
বরিশালে জন্মাষ্টমী উদযাপিত বরিশালে জন্মাষ্টমী উদযাপিত

বরিশাল: উদ্দীপনা আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বরিশালে পরমেশ্বর শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) বেলা ১১টায় লাইন রোডের মুখে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।

রাখাল চন্দ্র দে’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ।

তিনি বলেন, অনাচারের কারণে পৃথিবীতে যখন ভারসাম্য নষ্ট হয়ে ধর্ম, জাতি, বর্ণ ও সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয় তখন মহামানবের আবির্ভাব ঘটে। ভগবান শ্রী কৃষ্ণ তেমনি একজন অবতার, যিনি দুষ্টের দমন করে সাধুদের রক্ষা করেছিলেন।  

উদ্বোধনী অনুষ্ঠানের পর ভগবান শ্রী কৃষ্ণের প্রতিকৃতি নিয়ে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়। ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানসহ হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।