ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাইক্রোবাস জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাইক্রোবাস জব্দ

নারায়ণগঞ্জ: ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে বিপুল পরিমাণের বিদেশি মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে জেলা ট্রাফিক পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্ট শিমরাইল মোড়ে মাইক্রোবাসটি আটক করা হয়।

জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রশাসন মোল্ল্যা তাসলিম হোসেন জানান, সকালে শিমরাইল মোড়ে সরকারি কাজে ব্যবহারের জন্য মাইক্রোবাস রিকুইজেশন করতে সিগন্যাল দেন কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. জাহিদুর রহমান, এটিএসআই শাহজাহান ও কনস্টেবল মাহবুব হোসেন ভূইয়া।

 

এ সময় পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুত মাইক্রোবাসের চালক ডেমরামুখী হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর সার্জেন্ট জাহিদুর রহমান ও এটিএসআই শাহজাহান মোটরসাইকেল নিয়ে মাইক্রোবাসটির পিছু নেন। চালক ডেমরা সড়কের টেম্পুস্ট্যান্ড এলাকায় মাইক্রোবাসটি (নং ঢাকা-মেট্রো-চ-৫১-৩৬২৪) ফেলে পালিয়ে যান।  

পুলিশ মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ২৭টি কার্টনে ৪টি ব্যান্ডের ৩২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এ ঘটনায় সিদ্দিরগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মোল্ল্যা তাসলিম হোসেন।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।