ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গুলিবিদ্ধ ডিবি কর্মকর্তাকে দেখতে ঢামেক হাসপাতালে আইজিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
গুলিবিদ্ধ ডিবি কর্মকর্তাকে দেখতে ঢামেক হাসপাতালে আইজিপি পুলিশের মহাপুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক সাংবাদিকদের সংঙ্গে কথা বলেন- বাংলানিউজ

ঢাকা: রাজধানীর জুরাইনে অভিযানকালে সন্ত্রাসীদের গুলিতে আহত গোয়েন্দা পুলিশের (ডিবি) সিনিয়র সহকারী কমিশনার (এসি) রাহুল পাটোয়ারীকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

সোমবার (১৪ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে হাপসাতালে গিয়ে আহত পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

পরে সেখান থেকে চলে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, গুলিবিদ্ধ ডিবি পুলিশের সিনিয়র এসি (পশ্চিম) রাহুল পাটোয়ারী এখন ভালো আছেন।

তার অবস্থা উন্নতির দিকে।

যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলে জানান তিনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

এর আগে শনিবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে রাজধানীর শ্যামপুর-জুরাইন পোস্তগোলা ফায়ার সার্ভিস কার্যালয়ের পেছনে অভিযান চলাকালে সন্ত্রাসীদের গুলিতে ডিবি পুলিশের সিনিয়র এসিসহ তিনজন গুলিবিদ্ধ হন।

আহতদের মধ্যে অন্যরা হলেন- পুলিশের সোর্স মৃদুল ওরফে বিল্লাল (২২) ও পথচারী সেলিম (৩০)।

আহত অবস্থায় তাদের ঢামেক   হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
এজেডএস/জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ