ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

১৮ নদীর পানি বিপদসীমার উপরে,বন্যা পরিস্থিতির আরো অবনতি 

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
১৮ নদীর পানি বিপদসীমার উপরে,বন্যা পরিস্থিতির আরো অবনতি  দিনাজপুরে বন্যা পরিস্থিতি- ছবি: বাংলানিউজ

ঢাকা: ভারতে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় গত কয়েকদিন ধরেই উজান থেকে নেমে আসছে পানি। ফলে দেশের অভ্যন্তরে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা।

বর্তমানে দেশের সব কয়টি বেসিনের নদ-নদীর পানিই বেড়েছে। তবে বিপদসীমার উপরে আছে প্রধান প্রধান ১৮টি নদীর ২৭ পয়েন্টের পানি।

ফলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
 
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, পর‌্যবেক্ষণাধীন ৯০টি স্টেশনের মধ্যে ৬০টিতেই বেড়েছে। কমেছে ২৩টিতে আর বিপদসীমার ওপরে আছে ২৭টিতে।
 
১৮টি নদ-নদীর ২৭টি পয়েন্টের পানি বিপদসীমার উপরে থাকায় বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
 
ধরলার পানি কুড়িগ্রামে ১৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৩১ সেন্টিমিটার উপরে রয়েছে। যমুনেশ্বরের পানি বদরগঞ্জে ২৭ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১২৬ সেন্টিমিটার ওপরে আছে। ঘাঘটের পানি গাইবান্ধায় ৫৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬৮ সেন্টিমিটার ওপরে রয়েছে।
 
ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়াতে ৪২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৭ সেন্টিমিটার উপরে এবং চিলমারীতে ৪৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
যমুনার পানি বাহাদুরাবাদে ৫৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১১৮ সেন্টিমিটার উপরে, সারিয়াকান্দিতে ৪৭ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৯০ সেন্টিমিটার উপর দিয়ে, কাজিপুরে ৫৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপর দিয়ে এবং সিরাজগঞ্জে ৪৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৯৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
গুর নদীর পানি সিংড়ায় ৪৭ সেন্টিমিটার বেড়ে রয়েছে বিপদসীমার ৮ সেন্টিমিটার উপরে, ধলেশ্বরীর পানি এলাসিনে ৩৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
১৮ নদীর পানি বিপদ সীমার উপরে
 আত্রাইয়ের পানি বাঘাবাড়িতে ৪১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে, মহাদেবপুরে ৫৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
পুনর্ভবা নদীর পানি দিনাজপুরে ১০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৭৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইছ-যমুনার পানি ফুলবাড়িতে ৩৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৪ সেন্টিমিটার উপরে, টাঙ্গনের পানি ঠাকুরগাঁওয়ে ৮০ সেন্টিমিটার কমে বিপদীসমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
আত্রাইয়ের পানি ভূসিরবন্দরে ২৭ সেন্টিমিটার কমে ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে, ছোট যমুনার পানি নওগাঁতে ৬৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে এবং পদ্মার পানি গোয়ালন্দে ৪৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
সুরমার পানি কানাইঘাটে ৯ সেন্টিমিটার কমলেও বিপদীসমার ৯৭ সেন্টিমিটার উপর দিয়ে, সিলেটে ১১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে আর সুনামগঞ্জে ১০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৯১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
এদিকে কুশিয়ারার পানি আমলশীদে ১১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৮২ সেন্টিমিটার উপর দিয়ে, শেওলায় ৬ সেন্টিমিটার বেড়ে ৭০ সেন্টিমিটার উপর দিয়ে এবং শেরপুর-সিলেটে ১ সেন্টিমিটার কমে বিপদীসমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সোমেশ্বরীর পানি দূর্গাপুরে ৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে এবং কংসের পানি জারিয়াজাঞ্জাইলে ৫ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৮১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
সংশ্লিষ্টরা বলছেন, উত্তরবঙ্গ থেকে পানি আস্তে আস্তে নিচের দিকে নেমে মানিকগঞ্জ-মুন্সিগঞ্জের দিকে বিস্তৃত হচ্ছে। বর্তমানে অন্তত ২০ জেলায় বন্যা কবলিত হচ্ছে প্রায় সাড়ে ৪লাখ মানুষ।  
 
অন্যদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে অতিভারী বৃষ্টিপাতের ফলে সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে।
 
**
দিনাজপুর শহরে বন্যার পানি বেড়েই চলেছে

বাংলাদেশে সময়: ১২১৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
ইইউডি/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।