ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুড়িগ্রামে পানিতে ডুবে গৃহবধ‍ূর মত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
কুড়িগ্রামে পানিতে ডুবে গৃহবধ‍ূর মত্যু

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বন্যার পানিতে ডুবে হা‌লিমা বেগম (৩৫) নামে এক গহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (১৩ আগস্ট) দিনগত রাত ৮টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘাগারকুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হালিমা ওই গ্রামের রহিস উদ্দিনের স্ত্রী।

ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান নজির হোসেন বাংলা‌নিউজকে জানান, বন্যার পানিতে বাড়ি-ঘর তলিয়ে যাওয়ায় ঘাগারকু‌টি গ্রামের হালিমা রাত ৮টার দিকে পা‌লিত গরু ও বাছুর নিরাপদ স্থানে রাখতে পার্শ্ববর্তী অন্যের বাড়িতে যান। ফিরে আসার সময় বন্যার পানির প্রবল স্রোতে তলিয়ে যান তিনি। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে কিছু দূরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।