ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কিডনি লাগলে কিডনি নাও, বরিশালে টিম দাও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
কিডনি লাগলে কিডনি নাও, বরিশালে টিম দাও মানববন্ধনে শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: “কিডনি লাগলে কিডনি নাও, বরিশালে টিম দাও” এই শ্লোগানে বরিশালে মানববন্ধন করেছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

পঞ্চম বিপিএল ক্রিকেট আসরে বরিশাল বুলস খেলছেন না এমন সংবাদে রোববার (১৩ আগস্ট) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে ক্রিকেট প্রেমী শিক্ষার্থীরা বলেন, অর্থনৈতিক কারণে শক্তিশালী টিম বরিশাল বুলস বাদ পরবে এটা মেনে নেওয়া যায় না।

এ সময় তারা বরিশালের শিল্প উদ্দ্যোক্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ ধনী ব্যক্তিদের বরিশাল বুলসের স্পন্সর হয়ে বরিশাল বুলসকে বিপিএল’র পঞ্চম আসরে ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানান।

শিক্ষার্থীরা তারা বলেন, কিডনি লাগলে কিডনি নাও, তারপরও খেলায় কোনো রাজনীতি না করে বরিশালে টিম দেওয়া হোক।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।