ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
ফেনীতে পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু

ফেনী: ফেনীতে পুকুরের পানিতে ডুবে হাসান রাহাত (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়াম সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত হাসান শহরের গোডাউন কোয়াটার এলাকার জিএ একাডেমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়ার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে ফুটবল খেলা শেষে স্টেডিয়াম সংলগ্ন পুকুরে হাত মুখ ধোয়ার জন্য যায় হাসান।

এসময় পা পিছলে পুকুরে পড়ে ডুবে যায় সে। পরে তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা ঘণ্টা খানেক খোঁজাখুঁজির পরে তাকে উদ্ধার করে ফেনী ডায়াবেটিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।