ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

জন্মাষ্টমী উপলক্ষে যান চলাচলে বিধিনিষেধ ডিএমপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
জন্মাষ্টমী উপলক্ষে যান চলাচলে বিধিনিষেধ ডিএমপির

ঢাকা: ১৪ আগস্ট সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর যান চলাচলে কিছু বিধিনেষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

জন্মাষ্টমীর শোভাযাত্রার কারণে নির্দিষ্ট সময় পর্যন্ত সেসব সড়ক পরিহার করতে নগরবাসীকে আহ্বান জানানো হয়েছে।
 
রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় ডিএমপির উপ-কমিশনার (ডিসি, মিডিয়া) মাসুদুর রহমান জানান, জন্মাষ্টমী উপলক্ষে প্রধান শোভাযাত্রা ঢাকেশ্বরি জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।



যানজট এড়াতে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীর কিছু সড়ক পরিহারের জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।
 
জন্মাষ্টমীর র‌্যালিটি ঢাকেশ্বরি মন্দির থেকে শুরু হয়ে পলাশী ক্রসিং- দোয়েল চত্বর- হাইকোর্ট- পুলিশ সদরদপ্তর- গোলাপশাহ্ মাজার- নবাবপুর রোড- রায়সাহেব বাজার ক্রসিং হয়ে বাহাদুর শাহ্ পার্কে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রা চলাকালীন চালক ও যাত্রী সাধারণকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।
 
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
পিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।