ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পার্বতীপুরে বন্যায় ৩ শতাধিক পরিবার আশ্রয় কেন্দ্রে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
পার্বতীপুরে বন্যায় ৩ শতাধিক পরিবার আশ্রয় কেন্দ্রে পার্বতীপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত

পার্বতীপুর (দিনাজপুর): টানা তিনদিনের প্রবল বৃষ্টিপাতে দিনাজপুরের পার্বতীপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে।

এতে উপজেলার হাবড়া ইউনিয়নের হাবড়া আদর্শ গুচ্ছগ্রাম, কাঁঠালীপাড়া, মরনাই আবাসন ও শংকরপুর নড়িয়াপাড়ার বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। এ কারণে এসব এলাকার প্রায় তিন শতাধিক পরিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।

রোববার (১৩ আগস্ট) সকালে এসব পরিবার বাড়িঘর ছেড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়।

এছাড়া উপজেলার প্রায় সাড়ে ৬ হাজার হেক্টর রোপা আমন ধানের জমিসহ অধিকাংশ রাস্তা-ঘাট ডুবে গেছে। এতে ভেসে গেছে পুকুর-জলাশয়ের মাছ।

এদিকে পার্বতীপুর-দিনাজপুর সড়কের চিরিরবন্দরে কয়েকশ’ মিটার এলাকায় বন্যার পানি প্রবাহিত হওয়ায় সবধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

 

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান বাংলানিউজকে জানান, উপজেলায় বন্যার পানিতে প্রায় ৩শ’ পরিবারের বাড়িঘর তলিয়ে গেছে। এসব লোকজনকে নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয়ের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন তাদের মাঝে ত্রাণ বিতরণের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

হাবড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুজ্জামান প্রামাণিক বাংলানিউজকে জানান, হাবড়া আদর্শ গুচ্ছগ্রাম, কাঁঠালীপাড়া, মরনাই আবাসনের ৯০টি ঘর ও শংকরপুর নড়িয়াপাড়ার বাড়িঘর তলিয়ে গেছে।

পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মো. রওশন কবির বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় পার্বতীপুরে ১১০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যায় প্রায় সাড়ে ৬ হাজার হেক্টর জমির রোপা আমন ধান ও ১৫০ হেক্টর বেগুন ও মরিচের খেত সম্পূর্ণ তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।