Alexa
ঢাকা, শুক্রবার, ৩ ভাদ্র ১৪২৪, ১৮ আগস্ট ২০১৭

bangla news

নির্মাণাধীন ভবনের উপর থেকে মেশিন পড়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৮-১৩ ৩:৫৩:৩৩ পিএম
মিরপুর

মিরপুর

ঢাকা: রাজধানীতে নির্মাণাধীন ভবনের উপর থেকে মেশিন পড়ে আহত পাঁচ শ্রমিকের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১২ আগস্ট) সকালে মিরপুর ২ নম্বর সেকশনের পানির ট্যাঙ্কি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, সকালে মিরপুর ২ নম্বর সেকশনের পানির ট্যাঙ্কি সংলগ্ন নির্মাণাধীন ভবনের নিচে কাজ করছিল পাঁচ শ্রমিক। এসময় ছাদের উপর থেকে মালামাল উত্তোলনকারী মেশিন নিচে পড়ে পাঁচ শ্রমিক গুরুতর আহত হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে পুঙ্গ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় এক শ্রমিক মারা যান। অন্য চার শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় নিহত ও আহতদের পরিচয় জানা যায় নি। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় বিভাগের সর্বোচ্চ পঠিত

You May Like..
Alexa