[x]
[x]
ঢাকা, সোমবার, ১ শ্রাবণ ১৪২৫, ১৬ জুলাই ২০১৮

bangla news

আত্রাই নদীর পানি বিপদসীমার ১২০ সেন্টিমিটার উপরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৮-১৩ ৩:৫১:৩৫ পিএম
আত্রাই নদীর পানি বিপদসীমার ১২০ সেন্টিমিটার উপরে

আত্রাই নদীর পানি বিপদসীমার ১২০ সেন্টিমিটার উপরে

নওগাঁ: তিনদিনের টানা ভারি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পানিতে নওগাঁর আত্রাই নদীর পানি বিপদসীমার ১২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে আত্রাই শিমুলতলী পয়েন্টে এলাক‍ার কয়েকশত ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে।

এদিকে, মান্দা উপজেলার ওপর দিয়ে প্রবাহিত আত্রাই নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার কশব ইউনিয়নের পাজরভাঙ্গা গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বেড়ি বাঁধ ভেঙে ২৭৫টি পরিবার পানির নিচে নিমজ্জিত হয়ে পড়েছে। এছাড়া, দক্ষিণ চকবালু হিন্দুপাড়া এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে ৫০-৬০টি বাড়ি পানির নিচে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ শতাধিক বিঘার জমির আমন ধানসহ অন্যান্য ফসল।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, দুপুরের মধ্যেই আত্রাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। এসব গ্রামের প্রায় সাড়ে ৩০০ পরিবার ‍বাঁধসহ রাস্তায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বন্যা কবলিত এসব গ্রামের মানুষের এখন খাদ্য ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa