ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কাদের (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (১৩ আগস্ট) দুপুরে টঙ্গীর এরশাদ নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাদের বরিশালের জয়নালের ছেলে।

কাদের টঙ্গীর এরশাদ নগর টেকপাড়া এলাকায় বাসা ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, টঙ্গীর এরশাদ নগর এলাকায় রাজমিস্ত্রির কাজ করছিলেন আব্দুল কাদের। এসময় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল থেকে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্ট, আগস্ট ১৩, ২০১৭
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ