ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে আন্তঃজেলা ৫ ইজিবাইক চোর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
সৈয়দপুরে আন্তঃজেলা ৫ ইজিবাইক চোর আটক

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ইজিবাইক চুরির সিন্ডিকেটের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ আগস্ট) মধ্যরাত থেকে রোববার (১৩ আগস্ট) ভোর পর্যন্ত ‍অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- দিনাজপুর সদরের সেকেন্দারহাট মোল্লাপাড়ার মোতাহার হোসেনের ছেলে লুৎফর রহমান (২৪), চিরিরবন্দর উপজেলার লক্ষীপুর শান্তির বাজারের আজগার আলীর ছেলে মশিউর রহমান বিপ্লব (২৫), নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচণ্ডী উত্তরপাড়ার একরামুল হকের ছেলে লাল মিয়া (৩০), রনচণ্ডী বাজারের আকবর আলীর ছেলে মিশন ইসলাম (২৮) ও সোনাখুলী গ্রামের আব্দুর রহমানের ছেলে মিজানুর রহমান (২৬)।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সৈয়দপুর শহর থেকে দুই জন এবং কিশোরগঞ্জ উপজেলা তিন জনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডিমলা উপজেলার দক্ষিণ সোনাখুলী থেকে দুটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ‍আগস্ট ১৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।