[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৪ শ্রাবণ ১৪২৫, ২০ জুলাই ২০১৮

bangla news

খাগড়াছড়িতে কাবিখা কর্মসূচির সরঞ্জাম বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৮-১৩ ২:১৭:১৪ পিএম
বিতরণ অনুষ্ঠান

বিতরণ অনুষ্ঠান

খাগড়াছড়ি: খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য (এমপি) কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে বরাদ্দ করা দ্বিতীয় পর্যায়ের টিআর কাবিখা কর্মসূচির আওতায় সোলারসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

রোববার (১৩ আগস্ট) সকালে জেলা সদরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সোলার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা। খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি, বিদ্যালয়, মন্দির, বিহার, ক্লাব, সংগঠন ও এলাকাবাসীর মধ্যে ৮৯টি সোলার, সাতটি নৌকা, ১০টি সেলাই মেশিন ও একটি মাইক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa