[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৪ শ্রাবণ ১৪২৫, ২০ জুলাই ২০১৮

bangla news

হবিগঞ্জে কমছে খোয়াই নদীর পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৮-১৩ ১:১১:১৫ পিএম
হবিগঞ্জে কমছে খোয়াই নদীর পানি

হবিগঞ্জে কমছে খোয়াই নদীর পানি

হবিগঞ্জ: কমতে শুরু করেছে হবিগঞ্জের খোয়াই নদীর পানি। রোববার (১৩ আগস্ট) দুপুর ১২টায় ১০.৪০ মিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। যা বিপদসীমার ৯০ সেন্টিমিটার ওপরে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এর আগে শনিবার খোয়াই নদীর পানি ১১.৪০ মিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। যা ছিল বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপরে।

তিনি আরো জানান, হবিগঞ্জ শহর এখন বিপদমুক্ত। বাল্লা সীমান্তের দিকে পানি ক্রমশ কমছে। এছাড়া সবক’টি বাঁধেও মেরামত কাজ চলছে।
উল্লেখ্য, দুইদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুতগতিতে পানি বাড়তে থাকলে শনিবার খোয়াই নদীর পানি বিপদসীমার ২০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa