ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে তারেক-মিশুক স্মরণে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
মানিকগঞ্জে তারেক-মিশুক স্মরণে মানববন্ধন

মানিকগঞ্জ: নিরাপদ সড়কের দাবিতে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মনির স্মরণে মানিকগঞ্জে সংহতি মানববন্ধন, চিত্রাংকন ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা নামক এলাকায় ওই কর্মসূচি পালিত হয়।

এসময় মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন-  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি অ্যাড. দীপক কুমার ঘোষ, বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের জেলা শাখার সমন্বয়ক বিমল রায়, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক বি.এম খোরশেদ ও রিপন আনসারি প্রমুখ।

 

মানববন্ধন শেষে বৃক্ষ রোপন কর্মসূচি ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মানিকগঞ্জ প্রেসক্লাব, তারেক মাসুদ-মিশুক মনির স্মৃতি সংসদসহ কয়েকটি সংগঠন ওই কর্মসূচিগুলোর আয়োজন করে।

২০১১ সালের ১৩ আগষ্ট ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা নামক এলাকায় সড়ক দুর্ঘাটনায় মারা যান তারেক-মিশুকসহ মোট ৫ জন।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।