Alexa
ঢাকা, শুক্রবার, ৩ ভাদ্র ১৪২৪, ১৮ আগস্ট ২০১৭

bangla news

পাঁচবিবিতে ব্রিজ থেকে নদীতে পড়ে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৮-১৩ ১:০৪:০৫ পিএম
জয়পুরহাট

জয়পুরহাট

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ব্রিজ থেকে হারাবতী নদীতে পড়ে লুৎফর রহমান (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে পাঁচবিবি উপজেলার নয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

লুৎফর রহমান ওই গ্রামের রইচ উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে লুৎফর রহমান বাড়ির পাশের ব্রিজে বসেছিলেন। এসময় হঠাৎ নদীতে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কিরণ কুমার রায় বাংলানিউজকে বলেন, স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় বিভাগের সর্বোচ্চ পঠিত

You May Like..
Alexa