ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘নতুন বিচারক নিয়োগ ও তৈরিতে সরকারের পদক্ষেপ চলমান’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
‘নতুন বিচারক নিয়োগ ও তৈরিতে সরকারের পদক্ষেপ চলমান’

ঢাকা: অবসরের কারণে শূন্য হওয়া বিচারকের পদ পূরণ ও নতুন বিচারক তৈরিতে সরকারের পদক্ষেপ সব সময়ই চলমান বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিচারকের যেন কখনোই শূন্যতা না দেখা দেয়, সেজন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

রোববার (১৩ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্য রিপোর্টার্স’- এ এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বিশাল মামলার জট দূর করে বিচারিক কার্যক্রম দ্রুত করতে সরকার সব ধরনের উদ্যোগই নিচ্ছে। এর একটি হচ্ছে, নতুন বিচারক নিয়োগ ও তৈরি। বিচারক তৈরির প্রক্রিয়া কিন্তু কঠিন ও সময়াসাপেক্ষ। সরকার নানাভাবে বিচারক শূন্যতা দূর করছে।

তিনি বলেন, দেশের সকল আদালতকে ডিজিটালাইজড করার কাজ চলছে। আগামী বছরের মধ্যে দৃশ্যমান হয়ে এর সুফল দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।