ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যাত্রী সংকটে আরো একটি হজ ফ্লাইট বাতিল

শরিফুল ইসলাম জুয়েল, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
যাত্রী সংকটে আরো একটি হজ ফ্লাইট বাতিল যাত্রী সংকটে আরো একটি হজ ফ্লাইট বাতিল

ঢাকা: যাত্রী সংকটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো একটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। ই-ভিসা জটিলতা ও এজেন্সিগুলোর অতিরিক্ত মুনফার আশায় এ পর্যন্ত শুধুমাত্র বিমানেরই ২২টি হজ ফ্লাইট বাতিল হয়েছে বলে জানা গেছে।

বিমান বাংলাদেশ সূত্রে জানা গেছে, রোববার দুপুর ২টা ৫মিনিটের (বিজি-৯০২৯) ফ্লাইটটি বাতিল ঘোষণা করা হয়েছে।

এটি বাংলাদেশ বিমানের অতিরিক্ত হজ ফ্লাইট ছিলো বলে বাংলানিউজকে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।


 
তিনি বলেন, যাত্রী সংকটে আমরা ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছি। আর মাত্র ১৪দিন আমরা যাত্রী পরিবহন করতে পারবো। এখনো এজেন্সিগুলোর গড়িমসির কারণে এভাবে ফ্লাইট বাতিল হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন।
 
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীদ সৌদি আরবে যাবেন। যার মধ্যে রোববার (১৩ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ৬০ হাজার ৫শ ১০জন সৌদি গমন করেছেন।

গত ২৪ জুলাই প্রথম ফ্লাইটে ৪১৮ জন যাত্রী সৌদি আরব যাওয়ার মধ্য দিয়ে শুরু হয় এবছরের হজ যাত্রা।
 
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
এসআইজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad